তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। সবদিকেই তাঁর সতর্ক দৃষ্টি। নিজের বাড়ির কালীপুজোতেও তিনিই মূল উদ্যোক্তা। একদিকে অতিথি আপ্যায়ন করেছেন। অন্যদিকে বাড়ির পুজোর তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচিত মুখ দেখলেই সামনে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, পঞ্চপ্রদীপ হাতে সন্ধের সন্ধ্যা আরতি সঙ্গে সঙ্গে পুরোহিতকে এগিয়ে দিচ্ছেন পুজোর সাজ সরঞ্জামও। দর্শনার্থীদের দেখভাল করেছেন তিনি। রান্নার ভোগের হাত লাগিয়েছেন তিনিই।
এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে চাঁদের হাট। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তাঁর বাড়ির কালীপুজোয় আসেন সস্ত্রীক রাজ্যপাল। তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী-আমলা, সংগীতশিল্পী, চলচ্চিত্র জগতের মানুষজনের পাশাপাশি ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, শশী পাঁজা, অরূপ রায়, সুব্রত বক্সি, নির্মল মাজি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দীনেশ ত্রিবেদী, দোলা সেন, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ওমপ্রকাশ মিশ্র, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ সহ একাধিক ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সোহম, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতি হোম চৌধুরী সহ একাধিক সঙ্গীত জগতের মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বাড়ির ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতিথি আপ্যায়নের পাশাপাশি পুজোর খুঁটিনাটি বিষয়ে নজর রেখেছিলেন তিনি। সবমিলিয়ে জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো।
বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...