ভারতীয়দের মস্তিষ্ক সবচেয়ে ছোট!

ভারতীয় মস্তিষ্ক আকার-আয়তন, দৈর্ঘ্য-প্রস্থে ছোট। বিশেষত চিন আর জাপানের মানুষের চেয়ে অনেকটাই ছোট। এই প্রথম ভারতীয়দের মস্তিষ্ক নিয়ে গবেষণা এবং সিদ্ধান্ত। ইউরোলজি ইন্ডিয়ার একটি জার্নালে গবেষক জয়ন্তী শিবস্বামী এই তথ্য পরিবেশন করে চমকে দিয়েছেন প্রতিদিনের ধ্যানধারণাকে।

ভারতের প্রায় ৫০টি ছোট-বড় হাসপাতালের রোগীর মস্তিষ্ক নিয়ে পরীক্ষা করেন জয়ন্তী। বিভিন্ন বয়সের মানুষের মস্তিষ্ক নিয়ে পরীক্ষা শেষে দেখা গিয়েছে, বয়সের তারতম্যেও ভারতীয়দের মস্তিষ্ক ছোট।

তিনি বলছেন এর সুবিধা-অসুবিধা দুটি দিকই রয়েছে। ছোট হওয়ার কারনে অ্যালজাইমার্সের মতো অসুখ দ্রুত ধরা পড়ে, দ্রুত চিকিৎসারও সম্ভব হয়। চিন-জাপান সহ পাশ্চাত্য দেশের মস্তিষ্ক ভারতীয়দের চেয়ে বড়।

Previous articleময়নাগুড়িতে হাতি পিষল তিনজনকে
Next articleঅনড় দুপক্ষই, কাল বৈঠকে বসছে বিজেপি-শিবসেনা