Thursday, August 28, 2025

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার সম্পর্ক ক্রমশ তলানিতে নামছে। সরকার গঠনে দেরি হওয়ার কারনে বিজেপি আঙুল তুলেছে শিবসেনার দরদরির দিকে। গতকাল হরিয়ানার সদ্য দায়িত্ব নেওয়া উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা শিবসেনাকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেছিলেন, জোটধর্ম কী করে পালন করতে হয়, তা আমাদের দেখে শেখা উচিত। রাজ্যের স্বার্থে আমরা সমঝোতা করেছি। পাল্টা জবাব দিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। দুষ্মন্তকে কটাক্ষের সুরে বলেছেন, আমাদের কোনও দুষ্মন্ত চৌতালা নেই, যার বাবা জেলে রয়েছে।

আজ, বুধবার বিজেপি ফের বৈঠকে বসছে। কিন্তু সমস্যা সমাধানের পথ খোলেনি। শিবসেনা এখনও আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্বের দাবিতে অনড়। লক্ষ্যণীয় বিষয় হল শিবসেনা এবার বিকল্প পথের কথাও বলতে শুরু করেছে। উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন, আমাদের রাজনীতি ধর্মের জন্য, সত্যের জন্য। আমাদের কাছে অন্য পথ খোলা রয়েছে। তবে আমরা ক্ষমতালোভী নই।

দুই দলের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, যে এনসিপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে শিবসেনা। এনসিপি-কংগ্রেস জোট বহু আগে থেকেই বলতে আরম্ভ করেছে, মানুষ তাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট দিয়েছেন। তাঁরা সেটাই করবেন। তবে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে আলাদা করে শরদ পাওয়ারের ফোনে কথা হয়েছে। সরকার গড়ার পরিস্থিতি মাঝ-মধ্যিখানে আটকে গেলে অচলাবস্থা কাটাতে এনসিপি বাইরে সমর্থনের কথা ভাববে। তবে সরকারে যাবে না। কংগ্রেস আর বামেরাও চাইছে বিজেপিকে সরকার থেকে দূরে রাখতে। তবে প্রকাশ্যে এবং সক্রিয়ভাবে দুই দলই কোনও উদ্যোগ নিতে চায় না।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version