কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যার দায় মোদি সরকারের উপর চাপালেন সোমেন

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় মুর্শিবাদের পাঁচ শ্রমিকের মৃত্যুর দায় সরাসরি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উপর চাপালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার একটি প্রেস বিবৃতি জারি করে সোমেনবাবু বলেছেন, ‘গতকাল কাশ্মীরে যে হত্যালীলা হল তা শুধু নিন্দনীয় না, এটি একটি জঘন্য অপরাধ। এর জন্য দায়ী একমাত্র মোদি সরকার। গায়ের জোরে গণতন্ত্র রক্ষা করা যায় না। পাকিস্তানের মত সন্ত্রাসবাদী রাষ্ট্রের সন্ত্রাস রুখতে হলে কাশ্মীরের সাধারণ মানুষকে সঙ্গে নিতে হবে। তাদের বিশ্বাস অর্জন করতে হবে।’

নিহত পাঁচ শ্রমিক ও আহত একজনের পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, রাজ্যের শ্রমিকদের অন্য রাজ্যে কাজ খুঁজতে যাওয়া নিয়ে রাজ্য সরকারেরও সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন-হাহাকার আর কান্নায় সাগরদিঘি যেন শ্মশান, দেহ ফিরছে বিমানে