Wednesday, November 5, 2025

কুলভূষণ-কাণ্ডে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, মত আন্তর্জাতিক আদালতের

Date:

ফের কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে অপমানিত পাকিস্তান। অভিযোগ, ভিয়েনা কনভেনশনের নিয়ম লঙ্ঘন করেছে পাক সরকার। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট আবদুলওয়াকি ইউসুফ একথা জানিয়েছেন। বুধবার তাঁদের রিপোর্ট রাষ্ট্রসংঘের কাছে জমা দিয়েছেন তিনি।

‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণের মৃত্যুদণ্ড রদ করেছে আন্তর্জাতিক আদালত। ভারতকে কুলদীপের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুবিধা দিতেও বলেছিল তারা। তেসরা সেপ্টেম্বর কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়া। বৈঠক শেষে বিদেশমন্ত্রক জানায়, চাপে পড়ে পাকিস্তানের শেখানো কথা বলতে বাধ্য হয়েছেন কুলভূষণ। এরপরেই পাকিস্তানের তরফে জানিয়ে দেওয়া হয়, আর কোনও ভারতীয় কূটনীতিককে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান, কুলভূষণের ক্ষেত্রে ভারত আর কোনও কনসুলার অ্যাকসেস পাবে না।

আরও পড়ুন – ত্রিপুরায় ফের নিগৃহীত অসুস্থ বাদল চৌধুরী

গত তিন বছর ধরে কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেস চেয়ে আসছে ভারত। কিন্তু তা মানতে চায়নি পাকিস্তান। পরে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ে পাকিস্তানের। জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে অবশ্যই কনস্যুলার অ্যাকসেস দিতে হবে।

এবার পাকিস্তানের এই সিদ্ধান্তকেও কটাক্ষ করে আন্তর্জাতিক আদালত। তাদের মতে, ভিয়েনা কনভেনশনের নিয়ম লঙ্ঘন করেছে পাক সরকার। এবার পাক সরকারের মনোভাব বদলায় কি না সেটাই দেখার।

আরও পড়ুন – ভূস্বর্গ ভ্রমণে বিলেতি

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version