ডেভিডের গোল এক নম্বরে তুলে আনল কলকাতাকে

বুধবার চেন্নাই এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষে পৌঁছাল কলকাতা। ডেভিড উইলিয়ামসের গোলে ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে লিগ টেবিলে এক নম্বরে গেল হাবাসের দল। দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর প্রীতম কোটালদের পরের ম্যাচ ৯ অক্টোবর জামশেদপুর এফসির বিরুদ্ধে।

এদিনও গোল বাতিল নিয়ে এটিকের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। তবে গোল আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। প্রবীর দাশ বল বাড়ান হার্নান্দেশকে। তাঁর শট গোলকিপারের গায়ে লেগে ছিটকে আসে উইলিয়ামসের কাছে। জালে বল ঠেলতে অসুবিধা হয়নি। হল আইএসএলের এক হাজারি গোল। তারপর দু’পক্ষেরই কিছু সুযোগ আসে। কিন্তু তা যে গোলে পরিণত হয়নি স্কোর শিটই তা বলে দিচ্ছে।