মোদিকে অস্বস্তিতে ফেলে দিলেন জার্মান চ্যান্সেলর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অস্বস্তিতে ফেলে দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। নয়াদিল্লির সঙ্গে দীর্ঘ বাণিজ্যিক বৈঠক এবং নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্মান চ্যান্সেলর বললেন, কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে। সেখানকার উন্নতি প্রয়োজন। যদিও দুই নেতার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বলা হয়, বাণিজ্যিক এবং কৌশলগত দিক থেকে দুই দেশই সমন্বয় বাড়াবে এবং সীমান্তে সন্ত্রাসবাদেরও নিন্দা করা হয়। কিন্তু বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই মধুচন্দ্রিমায় বাদ সাধলেন ম্যাডাম মর্কেল।

কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর জার্মানি বলেছিল, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এর মধ্যে তৃতীয় পক্ষের মাথা গলানো উচিত নয়। যদিও জার্মানির বিরোধী নেতারা কাশ্মীরে সমস্ত বিধিনিষেধ তুলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পক্ষে ওকালতি করেন। এরপর শুক্রবারের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ৩৭০ ধারা নিয়ে সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তা সত্ত্বেও জার্মান চ্যান্সেলরের এই বক্তব্য খুশি নয় সাউথ ব্লক।