টিভি সিরিয়ালে নারীচরিত্র কুটিল নয়, আসছে আইন

টিভি সিরিয়ালগুলিতে নারী চরিত্রকে আর জটিল কুটিল দেখানো যাবে না। দেখাতে হবে মহান, সাহসী, মানবিক। কেন্দ্রীয় সরকার কেবল টিভি আইনে এনিয়ে বদল আনছে। একবার এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছিলেন। মন্ত্রকের নোটিসে বলা হয়েছে, মহিলাদের দেখাতে হবে পজিটিভ রোলে। সংসারে প্যাঁচ কষে অন্যকে বিপদে ফেলার ভূমিকা এড়াতে হবে। এতে খারাপ প্রভাব পড়ছে। এদিকে সিরিয়াল নির্মাতাদের কথায়, এসব আইনে গল্প লাটে উঠবে। সমাজে খারাপ ভালো দুটোই থাকে। খারাপটা না দেখালে ভালোর গুরুত্ব বাড়বে কী করে? বিষয়টি নিয়ে সিরিয়ালমহলে তুমুল চর্চা চলছে।

আরও পড়ুন – নজরুল মঞ্চের সম্মেলনে মুখ্যমন্ত্রী, আশায় বুক বাঁধছেন পার্শ্বশিক্ষকরা