Tuesday, August 26, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শিল্পকলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া চেষ্টা চলছে। এবার সেই তালিকায় এলো পাঁচমুড়া ও বিষ্ণুপুরের পোড়া মাটি বা টেরাকোটার ঘোড়া। এই শিল্পকে বিশ্বের পর্যটন দুনিয়ায় তুলে ধরতে চাইছে রাজ্য পর্যটন দফতর। পোড়া মাটির ঘোড়ার আদলে তৈরি হয়েছে একটি ‘পেনড্রাইভ’, যার মধ্যে ভরা হয়েছে রাজ্যের পর্যটন মানচিত্র। সেখানে যেমন রয়েছে কলকাতার দুর্গাপুজোর ইতিহাস, তেমনই রয়েছে রাজ্যের উপকূল অঞ্চলে পর্যটন পরিকাঠামো বিষয়ক তথ্য। “শো-পিসের” পাশাপাশি এই মডেল একটি প্রয়োজনীয় দ্রব্য।

রেড রোডে ‘পুজো কার্নিভাল’-এ উপস্থিত বিদেশি পর্যটকদের হাতে স্মারক হিসাবে তুলে দেওয়া হয়েছে ওই ‘পেনড্রাইভ’। দেশে-বিদেশে পর্যটন দফতর আয়োজিত বিভিন্ন মেলায় বিনামূল্যে ওই মডেল ঘোড়া দেওয়া হবে পর্যটকদের। এতে পোড়া মাটির ঘোড়ার বাজার এবং বাঁকুড়ার পর্যটন সম্ভবনা—দুইই বাড়বে বলে আশাবাদী পর্যটন দফতর।

এরপর পুরুলিয়ার ছৌ-নাচের মুখোশের আদলে এমনই একটি ‘ইউটিলিটি প্রোডাক্ট’ তৈরির ভাবনা রয়েছে দফতরের। ছৌ-নাচের মুখোশের আদলে একটি ‘ফ্রিজ ম্যাগনেট’ তৈরি করা হবে। সেটিও বিনামূল্যে বিতরণ করা হবে পর্যটকদের মধ্যে। বিনামূল্যে এ ধরনের জিনিস বিতরণ করলে তাঁদের খুব একটা লোকসান হবে না, উল্টে রাজ্যের পর্যটন শিল্পের প্রচার ও প্রসার হবে বলে আশা পর্যটন দফতরের আধিকারিকদের।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version