বাংলাদেশ সংবাদপত্রে মুশফিকুরদের জয়জয়কার

পরিসংখ্যান বলছিল ভারতের বিরুদ্ধে কোনওদিনই টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু সেই পরিসংখ্যানকে কার্যত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উল্টে দেয় টাইগার্সরা। বোলিং বিভাগে আমিনুল ইসলামদের দাপট এবং ব্যাটিং বিভাগে নায়েকের মতো মুশফিকুর রহিমের ব্যাটিং ঝড় ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছে বাংলাদেশকে। তাই দলকে নিয়ে রীতিমতো প্রশংসায় মেতেছে বাংলাদেশ সংবাদমাধ্যম।

দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলি বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করতে ছাড়ছে না। হবে নাই বা কেন? এই জয় ভারত জয়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ‘কালের কন্ঠ’ দেশের এই জয়কে প্রথম পাতা’র শিরোনামে জায়গা করে দিয়েছে। তবে শুধু ‘কালের কণ্ঠ’ নয়, ‘ইনকিলাব’, ‘ইত্তেফাক’, ‘যায়যায়দিন’ এবং ‘জনকন্ঠ’ সহ অসংখ্য বাংলাদেশ দৈনিক সংবাদপত্রে মুশফিকুরদের ভারত জয় প্রথম পাতায় জায়গা পেয়েছে। উচ্ছ্বসিত বাংলাদেশবাসীও।

সঙ্গত, এখনও বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। যার মধ্যে আর একটি ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবেন সৌম্যরা। কিন্তু রোহিতরাও কি এই হারের প্রতিশোধ পরের দুটি ম্যাচে নেবেন না? তার উত্তর দেবে সময়। তবে এই মুহূর্তে ভারত জয়ের পর উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ, তা বলাই যায়।