Thursday, August 28, 2025

নীল জিন্স, সাদা টি-শার্ট পরে যখন মাঠে ঢুকেছিলেন, তখন সেই পুরনো মেজাজ। মৃদু হাসি। শরীরী ভাষাতেই ঝরে পড়ছিল আত্মবিশ্বাস। ঠিক সকাল আটটা। প্রাণের চেয়েও প্রিয় ক্লাবে ফিরলেন হোসে র‌্যামিরেজ ব্যারেটো। বেইতিয়াদের কোচিং করাতে মোহনবাগান মাঠে নেমে পড়লেন সবুজ তোতা। তবে “অতিথি” হিসেবে।

হেড কোচ ভিকুনার সঙ্গী হিসাবেই বেইতিয়া, ফ্রান গঞ্জালেজদের ছ’দিন প্র‌্যাকটিস করাবেন ব্যারেটো। সোমবার ছিল তার প্রথম দিন। অর্থাৎ, আপাতত ‘অতিথি’ কোচ হিসাবে মোহনবাগানে ব্যারেটোর দ্বিতীয় ইনিংস শুরু হলো। বাকিটা সময় বলবে।

মুম্বইয়ে রিলায়েন্স অ্যাকাডেমির সহকারী কোচ হিসাবে করেন বাগান সমর্থকদের প্রাণ ভোমরা ব্যারেটো। এএফসির ‘বি’ লাইসেন্সটাও শেষ করে ফেলেছেন সবুজ তোতা। নতুন বছরের শুরুতেই শেষ করে ফেলবেন ‘এ’ লাইসেন্সও। মাঝের এই সময়টায় যেহেতু কিছুদিনের জন্য ছুটি পেয়েছেন, তাই ‘ঘরের ক্লাবে’ কোচিংটা একটু করতে এলেন। ৪-৯ নভেম্বর পর্যন্ত বেইতিয়াদের কোচিং করিয়ে ফের মুম্বই গিয়ে যোগ দেবেন রিলায়েন্স অ্যাকাডেমিতে।

ভারতীয় ফুটবলে খেলোয়াড় হিসেবে এই মোহনবাগান থেকেই তাঁর প্রতিষ্ঠা। প্রিয় ক্লাবকে দিয়েছেন অনেক কিছুই। ক্লাব তার প্রতিদান দিয়েছে। এখনও দিচ্ছে। তাই পয়া ক্লাব থেকেই কোচিংটা ঝালিয়ে নিতে চাইছেন। একেবারে আত্মবিশ্বাসী হয়ে। নিজের প্রতি ভরসা রেখে। বাগানে ব্রাজিলিয়ানের টি-শার্টও কিন্তু এদিন তেমনটাই জানান দিচ্ছিল। আসলে “BELIEVE IN YOUR SELF” মন্ত্র নিয়েই তো ফের বাগানে হাজির সবুজ তোতা।

ছবি- প্রকাশ পাইন

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version