চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার, চন্দননগরের বোড়ো কালীতলার পুজোমণ্ডপ ও প্রতিমা দর্শনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এই পুজোর ৫০তম বর্ষপূর্তি।
প্রশাসন সূত্রে খবর, দুপুরে একটা নাগাদ জলপথে বা কপ্টারে চন্দননগরে কালীতলায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে।
বুধবার, জগদ্ধাত্রীপুজোর নবমী। চন্দননগর ও কৃষ্ণনগরে পাঁচদিন পুজো হলেও, কলকাতা সহ অন্যান্য জায়গায় সাধারণ পুজো হয় শুধু নবমীতেই। সেই দিনই চন্দননগরে যাবেন মমতা।

আরও পড়ুন-কলেজ শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বাস শিক্ষক মহলে

 

Previous articleকলেজ শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বাস শিক্ষক মহলে
Next articleহাসপাতালে অঞ্জন মিত্র