সোনিয়ার ‘না’-এর পরেও শিবসেনা বলছে মুখ্যমন্ত্রী হবে আমাদেরই!

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী শিবসেনাকে সমর্থন করতে না চাইলেও শিবসেনার এখনও দাবি, মহারাষ্ট্রে নতুন সরকার হচ্ছে, আর তার মুখ্যমন্ত্রী হচ্ছে শিবসেনা থেকেই। দলের মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, রাজ্য রাজনীতির মুখ আর অভিমুখ পরিবর্তন হচ্ছে। আপনারা কিছু দিনের মধ্যেই তা দেখতে পাবেন। বিগত সাত দিন ধরে অনেকেই শিবসেনার অনড় অবস্থানকে হাঙ্গামা বলছেন। আমরা বলছি, এটা আসলে অধিকার আর ন্যায়ের জন্য লড়াই। দেখবেন জয় আমাদেরই হবে।