Sunday, August 24, 2025

ভারতের ক্রিকেট নির্বাচকদের কার্যত অযোগ্য বলে দিলেন যুবরাজ

Date:

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের ওপর যে আদৌ তাঁর আস্থা নেই, প্রকাশ্যে সে কথা বলে বিতর্ক তৈরি করে দিলেন যুবরাজ সিংহ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের খেলোয়াড় সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবি বলছেন, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটির চিন্তা ভাবনা মোটেই আধুনিক নয়। মোটেই তারা ভাল নির্বাচক নন। আবার এটাও জানি, ১৫জন বেছে নেওয়া খুব একটা সহজ নয়। যেমনই দল বাছাই হোক কথা হবেই। কিন্তু আধুনিক ক্রিকেটের প্রশ্নে মোটেই আমাদের নির্বাচকদের চিন্তাভাবনা উন্নত মানের নয়।

মুম্বাইয়ে যুবরাজ যখন এ কথা বলছেন, তার অনেক আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অতীতের খেলোয়াড় ফারুখ ইঞ্জিনিয়ার। যুবরাজের পরের বক্তব্যে পরিস্কার, তাঁকে অবসর নিতে হয়েছে এই নির্বাচকদের খামখেয়ালিপনার কারনেই। যুবির বিস্ফোরণ, আমি সব সময় ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর পক্ষে। খারাপ সময়ে নেতিবাচক কথা বলাটা মোটেই যথাযথ নয়। এই বক্তব্য দিয়ে সেই ব্যক্তির আসল চরিত্র প্রকাশ পায়। ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ যে যুবির টার্গেট তা বলার অপেক্ষা রাখে না। প্রসাদকে নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন। ৬টি টেস্ট আর ১৭টি ওয়ান ডে খেলা প্রসাদকে অনেকেই নির্বাচক হিসাবে মানতে চান না। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়েও অসন্তোষ ঢেকে রাখেননি যুবি। বলেছেন, ও তো কখনও টি-২০ খেলেনি। ফলে ওর পক্ষে এসব বুঝতে সময় লাগবে। ইংল্যান্ড বিশ্বকাপের বিজয় শঙ্কর প্রসঙ্গে নির্বাচকদের মনোভাব নিয়েও তাঁর সাফ কথা, কীজন্য ওকে নেওয়া হল? কেন ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না! একবার খেলিয়েই তাকে সরিয়ে দিচ্ছে। ক্রিকেটটা ফাজলামির জায়গা নাকি! শিবম দুবে বা ঋষভ পন্থ সম্পর্কে তাঁর বক্তব্য, কারওর সম্পর্কে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। ক্রিকেটাররা মেশিন নয়। ওদের সময় দিন। থিতু হতে দিন। নেমেই সকলকে তারকা বানানোর চেষ্টা করবেন না।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version