Monday, August 25, 2025

ভারতের ক্রিকেট নির্বাচকদের কার্যত অযোগ্য বলে দিলেন যুবরাজ

Date:

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের ওপর যে আদৌ তাঁর আস্থা নেই, প্রকাশ্যে সে কথা বলে বিতর্ক তৈরি করে দিলেন যুবরাজ সিংহ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের খেলোয়াড় সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবি বলছেন, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটির চিন্তা ভাবনা মোটেই আধুনিক নয়। মোটেই তারা ভাল নির্বাচক নন। আবার এটাও জানি, ১৫জন বেছে নেওয়া খুব একটা সহজ নয়। যেমনই দল বাছাই হোক কথা হবেই। কিন্তু আধুনিক ক্রিকেটের প্রশ্নে মোটেই আমাদের নির্বাচকদের চিন্তাভাবনা উন্নত মানের নয়।

মুম্বাইয়ে যুবরাজ যখন এ কথা বলছেন, তার অনেক আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অতীতের খেলোয়াড় ফারুখ ইঞ্জিনিয়ার। যুবরাজের পরের বক্তব্যে পরিস্কার, তাঁকে অবসর নিতে হয়েছে এই নির্বাচকদের খামখেয়ালিপনার কারনেই। যুবির বিস্ফোরণ, আমি সব সময় ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর পক্ষে। খারাপ সময়ে নেতিবাচক কথা বলাটা মোটেই যথাযথ নয়। এই বক্তব্য দিয়ে সেই ব্যক্তির আসল চরিত্র প্রকাশ পায়। ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ যে যুবির টার্গেট তা বলার অপেক্ষা রাখে না। প্রসাদকে নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন। ৬টি টেস্ট আর ১৭টি ওয়ান ডে খেলা প্রসাদকে অনেকেই নির্বাচক হিসাবে মানতে চান না। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়েও অসন্তোষ ঢেকে রাখেননি যুবি। বলেছেন, ও তো কখনও টি-২০ খেলেনি। ফলে ওর পক্ষে এসব বুঝতে সময় লাগবে। ইংল্যান্ড বিশ্বকাপের বিজয় শঙ্কর প্রসঙ্গে নির্বাচকদের মনোভাব নিয়েও তাঁর সাফ কথা, কীজন্য ওকে নেওয়া হল? কেন ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না! একবার খেলিয়েই তাকে সরিয়ে দিচ্ছে। ক্রিকেটটা ফাজলামির জায়গা নাকি! শিবম দুবে বা ঋষভ পন্থ সম্পর্কে তাঁর বক্তব্য, কারওর সম্পর্কে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। ক্রিকেটাররা মেশিন নয়। ওদের সময় দিন। থিতু হতে দিন। নেমেই সকলকে তারকা বানানোর চেষ্টা করবেন না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version