Thursday, November 20, 2025

শর্তসাপেক্ষে বিজেপিতে যোগ দিতে চেয়ে শাহকে চিঠি দেবশ্রীর

Date:

মান-অভিমান তুলে রেখে শোভন যখন আবার তৃণমূলে ফিরতে চলেছেন, ঠিক তখনই বঙ্গ বিজেপির কাউকে না জানিয়েই পদ্মশিবিরে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি দিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। সূত্রের খবর, এমনি এমনি নয়, বিজেপিতে যোগদান করার বিষয়ে একটি ‘শর্ত’ও দিয়েছেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তা যদি পাইয়ে দেওয়া হয় তবেই তিনি বিজেপিতে যোগ দেবেন।

এর আগেও গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন দেবশ্রী। কিন্তু ওই দিনই তৃণমূল ছেড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, দেবশ্রীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বেঁকে বসেন শোভন। সব মিলিয়ে সে যাত্রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়া হয়নি দেবশ্রীর। তারপর থেকে বহুবার বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে দেখা করে সমাধানসূত্র বের করার চেষ্টা করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু বারবারই এনিয়ে আপত্তি জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।

সেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই এখন বিজেপির যোজন দূরত্ব। তাই দেবশ্রীর জন্য পথের কাঁটা দূর হতেই তিনি জোর চেষ্টা চালাচ্ছেন দলবদলের, সূত্রের খবর এমনটাই। সেই সূত্রেই অমিত শাহকে চিঠি দেন তিনি। এমনকী বিজেপি নেতারাও দেবশ্রীর সঙ্গে যোগাযোগ করেন বলে খবর। সপ্তাহ দুয়েক আগে চিঠিটি লেখা দেবশ্রী লেখেন বলে খবর। যদিও দেবশ্রী রায় চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন।

Related articles

আতঙ্কের নাম এসআইআর! রেললাইনে ঝাঁপ বৃদ্ধের, কাটা গেল পা

এসআইআর (SIR) ক্রমে ত্রাস হয়ে উঠছে মানুষের মনে। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ার...

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...

তিন শীর্ষ নেতা-সহ অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী! 

এবার অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh)গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে (Maoists)। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর...
Exit mobile version