Sunday, November 16, 2025

মেডিক্যাল পরীক্ষাও বাংলায় করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী

Date:

বাংলা ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চাই। চাই মেডিক্যাল পরীক্ষাও। তৃণমূলের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা সেরে ফের বাংলার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু আগে চিঠি দিয়েছেন বাংলায় জয়েন্ট পরীক্ষার জন্য। শুনলাম আঞ্চলিক ভাষায় পরীক্ষা করার জন্য গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রও দাবি জানিয়েছিল। আমার প্রশ্ন হল তাহলে মহারাষ্ট্রের দাবি উপেক্ষা করে কেন শুধু গুজরাটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো? আমি গুজরাটি ভাষার পক্ষে। গুজরাটি ভাষা ভালবাসি। দেশের সব ক’টি ভাষা আমার প্রাণ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি গুজরাটি ভাষায় জয়েন্ট পরীক্ষা হয়, তাহলে ভারতবর্ষের সবক’টি আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা করতে হবে। আমার দাবি মেডিক্যাল পরীক্ষাও হোক বাংলাতে। আমরা অন্য ভাষা শিখি। শিখতেই হয় কাজের জন্য। কিন্তু মাতৃভাষায় পরীক্ষা দেওয়া গেলে সেটা তো পড়ুয়াদের পক্ষে ভালই হবে, সব পড়ুয়ার পক্ষেই ইতিবাচক হবে।

তপসিয়ায় তৃণমূলভবনে এদিন বিধায়ক ও সাংসদদের সঙ্গে ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে বসেছিলেন তৃণমূলনেত্রী। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু জানাতে গিয়ে নেত্রী বলেন এনআরসি নিয়ে প্রচার চলবে। জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসেবে আমাদের নিজেদেরকে ভাবতে হবে। একটার পর একটা তথ্যপঞ্জি চাইছে সরকার। মানুষ ক’টা তথ্যপঞ্জি তৈরি করবে? ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হিসেবে এসেছিলেন দীর্ঘদিন ধরে তারা ভারতের নাগরিক। তাহলে তাদেরকে আবার নতুন করে কেন নাগরিকত্বের পরিচয় দিতে হবে? এ নিয়ে আমাদের প্রচার চলবে। ১০তারিখ নবী দিবস এবং ১২ তারিখ গুরু নানকের ৫৫০তম জন্মদিন। তাই ওই দু’দিন দিন বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ১১ই নভেম্বর রাজ্যের সমস্ত ব্লক, ওয়ার্ড জুড়ে তৃণমূল এনআরসি নিয়ে প্রচার করবে। এছাড়া যুব তৃণমূল যুব কংগ্রেসকে বলেছি একটি দিন দেখে রানি রাসমণি অথবা কাছাকাছি কোথাও সভা করতে।

মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন আগামী কয়েকদিনের মধ্যেই অযোধ্যার রায় বের হবে। এ ব্যাপারে সমস্ত মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, এ বিষয় নিয়ে দলের মধ্যে একমাত্র আমিই বলব।

আরও পড়ুন-দিলীপের বচন মনে রেখেই গরু জামিন দিয়ে লোন নিতে হাজির কৃষক

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version