Thursday, November 20, 2025

নাতিরা ডিজে বক্স বাজিয়ে দাহ করতে নিয়ে গেলেন দাদুর দেহ

Date:

ডিজে বক্স বাজিয়ে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে এক বৃদ্ধকে। সনাতন ধর্মাবলম্বীদের কেউ মারা যাওয়ার পর তাকে শব দাহ করতে নিয়ে যাওয়ার সময় খোল করতাল বাজানোর রীতি প্রাচীন কালের। সেই রীতি মানা হয়ে থাকে বর্তমান কালেও। কিন্তু এবার ঘটল অবিশ্বাস্য ঘটনা। এবার সামনে এল ডিজে বক্স বাজিয়ে শব দাহ করতে নিয়ে যাওয়ার মতো ঘটনা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আনন্দপুর ডাঙ্গালপাড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম শঙ্কর চরণ মাল (৯২) ওই এলাকারই বাসিন্দা ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর তাঁকে যখন দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন শববাহী গাড়ির সামনে খোল করতালের বদলে ছিল ডিজে বক্স! এমনকী ডিজে বক্সে তারস্বরে বাজতে থাকা গানের সঙ্গে রীতিমতো নাচতে নাচতে যেতে দেখা যায় ওই শববাহী গাড়ির সঙ্গে থাকা শ্মশানযাত্রীদেরও।

পরিবার সূত্রে খবর, ওই বৃদ্ধ ডি আই অফিসের কর্মী ছিলেন। বৃদ্ধের ১০ মেয়ে। তাঁরা প্রত্যেকেই বিয়ের পর ওই এলাকাতেই বসবাস করেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন না ঘটায়, চিকিৎসকরা তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। এরপরই বুধবার রাতে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

কিন্তু এভাবে ডিজে বক্স বাজিয়ে শব দাহ করতে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বৃদ্ধের জামাই জানিয়েছেন, “ওনার ১০ মেয়ের সব সন্তান মিলে ২৪ জন নাতি রয়েছে। ওই নাতিদের একটা আনন্দ তো আছে! গতকাল রাতে আমার শ্বশুরের মৃত্যুর পর ওরাই সিদ্ধান্ত নেয় বক্স বাজিয়ে অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করার। তারপরই তারা তিনটি গাড়ি ভাড়া করে ও ডিজে বক্স বাজিয়ে বক্রেশ্বর যায় শেষকৃত্য সম্পূর্ণ করতে।” এরপর শঙ্করী চরণ মালের এক মেয়ের বক্তব্য, “বাবার অনেক বয়স হয়েছিল। তারপর এমন হওয়ায় সব নাতিরা আনন্দ করার জন্য বক্স বাজিয়ে অন্তিম ক্রিয়া করতে গিয়েছে।”

Related articles

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...
Exit mobile version