আসতে পারিনি ক্ষমা করবেন : বচ্চন

কলকাতা চলচ্চিত্র উৎসব আসতে না পারার কারণে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। বললেন, প্রত্যেকবার চলচ্চিত্র উৎসবে থাকি। কিন্তু এবার আমি অসুস্থ, শয্যাশায়ী বলে যেতে পারলাম না। এর জন্য আমি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এবং শিল্পানুরাগীদের কাছে ক্ষমা চাইছি। টিভির পর্দায় দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান সহ বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের। প্রত্যেকের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।