Friday, November 14, 2025

বুলবুল দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী সপ্তাহে তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। সোমবার ও মঙ্গলবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে ট্যুইট করে এ কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই।

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের সফর বাতিল করছি। তার পরিবর্তে যাব বিধ্বস্ত এলাকায়। হেলিকপ্টারে করে নামখানা বকখালিতে যাব। সেখানকার পরিস্থিতি দেখব। এছাড়া প্রশাসনের কর্তাদের নিয়ে একটি বৈঠক করব। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে নিয়ে আলোচনা হবে। কথা বলব দুর্গতদের সঙ্গে।’ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কারণে সোমবার নবান্নে তাঁর বৈঠক বাতিল করেছেন।


আরও পড়ুন – মুখ্যমন্ত্রীকে একবার সামনে থেকে দেখতে উৎসুক কোচবিহার রাস উৎসবের রাসচক্র নির্মাতা আলতাফ

ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে আক্রান্ত নটি জেলার জেলাশাসকদের রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে প্রাথমিকভাবে দেখা গিয়েছে, ভয়াবহ বুলবুলে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজারের বেশি বাড়ি। ৯৫০টি মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। ফলে এলাকার সঙ্গে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া তিনজনের মৃত্যুর খবর মিলেছে। বুলবুল বিধ্বস্ত এলাকায় শনিবার স্কুল-কলেজ ছুটি ছিল। আগামী সোমবারও থাকবে। মুখ্যমন্ত্রী জেলার কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এখনই বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা যায়, তা নিতে বলছেন। ত্রাণ শিবির খোলা হচ্ছে। এখনই ত্রাণ শিবিরে ১ লক্ষ ৬৪ হাজার মানুষ।

আরও পড়ুন – মোদি-মমতা কথা, মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version