মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং দেবেন্দ্র ফড়নবিশকে সর্কার পড়ার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সরকার গড়া নিয়ে তিনি কিছু প্রশ্ন রেখেছেন যা নিয়ে অস্বস্তিতে বিজেপি। বিজেপি কী করবে? সে নিয়ে আজ বৈঠকে বসছেন বিধায়করা। তারপর কথা বলা হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। শিবসেনা ইতিমধ্যেই বিজেপি থেকে দূরত্ব তৈরি করেছে। ফলে বিধানসভায় যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সম্ভাবনা না থাকে, তাহলে মুখ পোড়াতে বিজেপি কী সরকার গড়ার পথে যাবে? সেটাই এখন বড় প্রশ্ন। ফড়নবিশ ঘনিষ্ঠ এক বিজেপি নেতা পরিষ্কার জানিয়েছেন, নিশ্চিত না হয়ে সরকার গড়ার মতো ভুল পথে যাওয়া উচিত হবে না। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির ১০৫টি আসন ও শিবসেনার ৫৭টি আসন রয়েছে। বাকি আসন এসিপি ও কংগ্রেসের। কয়েকটি রয়েছে নির্দলের।
