ভোর রাত অবধি কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতর বলেছিল, তিনটের পর হাওয়ার গতিবেগ কমে যাবে। বৃষ্টিও কমবে। কিন্তু ঝড়ের গতিবেগ বাড়ে। বৃষ্টির পরিমাণও একই রকম দেখা যায়। আওয়া দপ্তর বলছে কলকাতা ঝড়ের গতি গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। সকালের দিকে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি অনেকটাই কমে আসে। এর মাঝেই কলকাতায় গাছ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গাছ মারার ঘটনা শহরের আরো দুই জায়গায় ঘটেছে। ট্রেন বন্ধ থাকছে বারইপুর লাইনে। ফেরি সার্ভিস বন্ধ থাকছে। রাস্তায় বাসের সংখ্যা কম। জল জমে থৈথৈ খিদিরপুর, ঠনঠনিয়া এলাকা। রবিবার তাই স্কুল কলেজ বন্ধ থাকছে সোমবার রাজ্যের মধ্যে বন্ধ থাকতে পারে।
