Friday, November 21, 2025

শাহের নির্দেশে বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে সাংসদ স্বপনের

Date:

নরেন্দ্র মোদি, অমিত শাহরা চাইছেন, তাই বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক স্বপন দাশগুপ্তর। বিজেপির অন্দরে জল্পনা, মোদি- শাহ এখন স্বপন দাশগুপ্তর চোখ দিয়েই বাংলাকে দেখছেন।

আসলে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বিজেপি বঙ্গ রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে খাপ খায়, এমন ‘শিক্ষিত-বাঙালি’নেতার খোঁজ করছিলেন। সেই খোঁজেই উঠে এসেছে স্বপন দাশগুপ্তর নাম। এ রাজ্যের বিজেপি-রাজনীতিতে স্বপনবাবুর গুরুত্ব যে বাড়ছে তা নানাভাবেই বোঝা যাচ্ছে। ইদানিং তাঁর তৎপরতাও বেড়েছে। আজকাল দিল্লির পরিবর্তে বাংলাতেই বেশি সময় দিচ্ছেন তিনি। দলের বহু সভায় তাঁকে দেখা যাচ্ছে। বিজেপি সূত্রের খবর, রাম মন্দির নিয়ে আদালতের রায়, সংবিধানের 370 অনুচ্ছেদের বিলোপ বা NRC, বিতর্কিত সব বিষয়েই রাজ্য বিজেপি নেতাদের বিবৃতি ঠিক করে দিচ্ছেন স্বপনবাবুই। তবে বঙ্গে স্বপন দাশগুপ্তর এই ‘উত্থান’-কে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির অনেকেই খোলা মনে নিতে পারছেন না। তবে অমিত শাহের ‘ঘনিষ্ঠ’ এই স্বপনবাবুর বিরুদ্ধাচরণ করার কথাও স্বপ্নেও কেউ ভাবছেন না। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য অনেকটাই গোল গোল। তিনি বলেছেন, “স্বপনবাবু বাংলাভাষী। বাংলার মানুষ। লেখাপড়া জানেন, বুদ্ধিজীবীদের পছন্দ করেন। আমাদের তো কিছু বুদ্ধিজীবী মুখ সামনে রাখতেই হবে। কেন্দ্রীয় নেতৃত্ব ও আমরা তাই স্বপন দাশগুপ্তকে অনেক ক্ষেত্রে সামনে রাখছি।”

স্বপন দাশগুপ্ত অবশ্য কোনও বিতর্কে ঢোকেননি। তাঁর কথা, “লোকসভা ভোটের ঠিক আগে অমিত শাহ আমাকে বাংলায় আরও বেশি সময় দিতে বলেছিলেন। আমি সেই মতো কাজ করে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু জানি না।”

আরও পড়ুন-ঝাড়খণ্ডে দলের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

 

Related articles

সংসারের হাল ধরতে খেজুর গাছে হাঁড়ি বাঁধছেন দক্ষিণ ২৪ পরগনার প্রথম মহিলা শিউলি

কোনও কাজেই পিছিয়ে নেই মহিলারা। মহিলাদের বীর পরাক্রমের কথা ইতিহাসের পাতা থেকে শুরু। খেলার ময়দান থেকে যুদ্ধক্ষেত্র- সব...

কঠিন পরিস্থিতিতে নেতৃত্বে ভারপ্রাপ্ত অধিনায়ক, পিচ নিয়ে কী বললেন পন্থ?

শনিবার থেকে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট।ইডেনে হারের জেরে সিরিজে ০-১ ফলে পিছিয়ে...

দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভয়াবহ ঘটনা! মাঝ আকাশে ভেঙে পড়ল ভরতীয় যুদ্ধবিমান তেজস

এয়ার শো (Air Show) চলাকালীন ভয়াবহ ঘটনা। দুবাইয়ে (Dubai) মাঝ আকাশে ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধবিমান (Indian Fighter Jet)...

বাইশ গজেই ভালোবাসার পূর্ণতা, বিশ্বজয়ের মাঠে স্মৃতিকে প্রেম নিবেদন পলাশের

বিশ্বকাপ জয়ের মাঠেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বাগদান সেরে...
Exit mobile version