Friday, November 21, 2025

শাহের নির্দেশে বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে সাংসদ স্বপনের

Date:

নরেন্দ্র মোদি, অমিত শাহরা চাইছেন, তাই বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক স্বপন দাশগুপ্তর। বিজেপির অন্দরে জল্পনা, মোদি- শাহ এখন স্বপন দাশগুপ্তর চোখ দিয়েই বাংলাকে দেখছেন।

আসলে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বিজেপি বঙ্গ রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে খাপ খায়, এমন ‘শিক্ষিত-বাঙালি’নেতার খোঁজ করছিলেন। সেই খোঁজেই উঠে এসেছে স্বপন দাশগুপ্তর নাম। এ রাজ্যের বিজেপি-রাজনীতিতে স্বপনবাবুর গুরুত্ব যে বাড়ছে তা নানাভাবেই বোঝা যাচ্ছে। ইদানিং তাঁর তৎপরতাও বেড়েছে। আজকাল দিল্লির পরিবর্তে বাংলাতেই বেশি সময় দিচ্ছেন তিনি। দলের বহু সভায় তাঁকে দেখা যাচ্ছে। বিজেপি সূত্রের খবর, রাম মন্দির নিয়ে আদালতের রায়, সংবিধানের 370 অনুচ্ছেদের বিলোপ বা NRC, বিতর্কিত সব বিষয়েই রাজ্য বিজেপি নেতাদের বিবৃতি ঠিক করে দিচ্ছেন স্বপনবাবুই। তবে বঙ্গে স্বপন দাশগুপ্তর এই ‘উত্থান’-কে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির অনেকেই খোলা মনে নিতে পারছেন না। তবে অমিত শাহের ‘ঘনিষ্ঠ’ এই স্বপনবাবুর বিরুদ্ধাচরণ করার কথাও স্বপ্নেও কেউ ভাবছেন না। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য অনেকটাই গোল গোল। তিনি বলেছেন, “স্বপনবাবু বাংলাভাষী। বাংলার মানুষ। লেখাপড়া জানেন, বুদ্ধিজীবীদের পছন্দ করেন। আমাদের তো কিছু বুদ্ধিজীবী মুখ সামনে রাখতেই হবে। কেন্দ্রীয় নেতৃত্ব ও আমরা তাই স্বপন দাশগুপ্তকে অনেক ক্ষেত্রে সামনে রাখছি।”

স্বপন দাশগুপ্ত অবশ্য কোনও বিতর্কে ঢোকেননি। তাঁর কথা, “লোকসভা ভোটের ঠিক আগে অমিত শাহ আমাকে বাংলায় আরও বেশি সময় দিতে বলেছিলেন। আমি সেই মতো কাজ করে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু জানি না।”

আরও পড়ুন-ঝাড়খণ্ডে দলের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

 

Related articles

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত ১৫

পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে...

ASI: কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠক, সভাপতিত্বে বন্দনা সেন

তালিকাভুক্ত উৎপাদন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান, নীতিনির্ধারণে সমীক্ষার গুরুত্ব, বাণিজ্যিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা, ইউনিট স্তরে...

সংসারের হাল ধরতে খেজুর গাছে হাঁড়ি বাঁধছেন দক্ষিণ ২৪ পরগনার প্রথম মহিলা শিউলি

কোনও কাজেই পিছিয়ে নেই মহিলারা। মহিলাদের বীর পরাক্রমের কথা ইতিহাসের পাতা থেকে শুরু। খেলার ময়দান থেকে যুদ্ধক্ষেত্র- সব...

কঠিন পরিস্থিতিতে নেতৃত্বে ভারপ্রাপ্ত অধিনায়ক, পিচ নিয়ে কী বললেন পন্থ?

শনিবার থেকে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট।ইডেনে হারের জেরে সিরিজে ০-১ ফলে পিছিয়ে...
Exit mobile version