ফের গতির বলি তিন যুবক

ফের দুরন্ত গতির বলি তিন যুবক। আরও দুজন লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। ঘটনা ইকো পার্কের কাছে। পুলিশ সূত্রে খবর, হন্ডা সিটি গাড়িতে ছিলেন পাঁচজন যুবক। এদের সকলেরই বয়স 22 থেকে 25 বছর। ইকো পার্ক থেকে এয়ারপোর্টের দিকে হন্ডা সিটি গাড়িতে যাচ্ছিল তারা। নারকেল বাগান এর কাছে এসে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের পোলে ধাক্কা মারে। গাড়ির সামনের দিক ভেঙে চুরমার হয়ে যায়। আহতদের তিনজন ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত দু’জনকে বেসিরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।