Sunday, November 16, 2025

বেটন কাপ থেকেই ভবিষ্যতের তারকা উঠে আসবে, আশাবাদী প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা

Date:

বেটন কাপ হল, এক প্রাচীনতম হকি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট এ বছর পা দিয়েছে ১২৩ বছরে। আর ১২৩তম বেটন কাপের ফাইনাল ছিল আজ, মঙ্গলবার। যেখানে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আর এই ঐতিহাসিক টুরনামেন্ট থেকেই ভবিষ্যতে হকি খেলোয়াড় উঠে আসবে বল আশাবাদী প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা গুরবক্স সিং।

এদিনের এই ফাইনাল ম্যাচ দেখতে সল্টলেকের সাই গ্রাউন্ডে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে সহ প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা গুরবক্স সিং। তিনি বলেন,’আমার ভীষণ ভাল লাগছে এখানে এসে। বেটন ক্যাম্প হল হকির এক ঐতিহাসিক টুর্নামেন্ট। আমি নিজেও বেটন কাপ খেলেছি মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের হয়ে। কাস্টমসের হয়েও খেলেছিলাম। চ্যাম্পিয়নও হয়েছি। আমার মনে হয়, এইসব টুর্নামেন্ট খেলোয়াড়ের ভিত তৈরি করে।’

সামনেই টোকিও অলিম্পিক। আর এই মুহূর্তে ভারতীয় হকি দল পাঁচ নম্বর র্যা ঙ্কিংয়ে আছে। তবে টোকিও অলিম্পিকে ভারত ভাল পারফরম্যান্স করবে বলেও আশাবাদী গুরবক্স সিং। প্রসঙ্গত, তিনিও এই টোকিও অলিম্পিক থেকেই সোনা জিতেছিলেন।

অন্যদিকে, বাংলায় হকি বেশ উন্নতি করছে ও নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে বলে দাবি করেছেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বেটন কাপ নিজের মর্যাদা হারাছিল। যখন সেক্রেটারি হয়েছিলাম, তখন থেকে আজ প্রেসিডেন্ট হওয়ার পর অবধি বাংলায় হকির উন্নতির জন্য কাজ করে আসছি। আগামী দিনেও করব। আজ, আবার বেটন কাপ নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে। আগামী দিনেও হকি খেলোয়াড়রা উঠে আসবে ও জাতীয় স্তরে নাম উজ্জ্বল করবে বলে আমি মনে করি।’

রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে অ্যাস্ট্রোটাপ ও হকি নিয়ে যাতে রাজ্য সরকার কিছু ভাবে সেই নিয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়ার আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে ১২৩তম বেটন কাপের ফাইনাল সাই গ্রাউন্ডে জমে উঠেছিল, তা বলাই যায়।

Related articles

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...
Exit mobile version