অবশেষে মহমেডানের ঘরে ট্রফি

সিকিম গোল্ড কাপ জিতল মহমেডান। মঙ্গলবার দীপেন্দু বিশ্বাসের দল সিকিম হিমালয়ান এফিসিকে হারল ২-১ গোলে। এই প্রথম সিকিমের পালজোড়া স্টেডিয়ামে তাদের ঘরের দলকে হারল তীর্থঙ্করের দল। খেলার ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই ছ্যাঙাত। শুরুতেই ছ্যাঙাতের গোলে এগিয়ে যায় সাদা-কালো জার্সি। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে সিকিম। ৭৫ মিনিটের মাথায় ছ্যাঙাতের দ্বিতীয় গোলে মহমেডান ট্রফির লক্ষ্যে পৌঁছে যায়। দলের টিডি হিসাবে দীপেন্দুর এটি প্রথম ট্রফি। ছ্যাঙাত টুর্নামেন্ট সেরা, প্রিয়ন্ত সিং হলেন সেরা গোলকিপার।