বদলে যাচ্ছে শহর কলকাতার তিনটি পার্কের নাম। নাম পাল্টে হচ্ছে দুই নোবেলজয়ী আর বিশ্ববরেণ্য পরিচালকের নামে। চলতি বছরের ডিসেম্বর মাসে নাম পরিবর্তন করে উদ্বোধন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।

গাঙ্গুলিবাগানের ১০১ নম্বর ওয়ার্ডে কসুম কানন পার্ক রয়েছে। সেই পার্কটির নাম পরিবর্তন করে হবে অমর্ত্য সেন শিশু উদ্যান। রবীন্দ্রপল্লির একটি পার্কের নাম বদল করে হবে সত্যজিৎ রায় শিশু উদ্যান। অন্যদিকে ফুলবাগান পার্কের নাম পরিবর্তন করে হবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় শিশু উদ্যান।


আরও পড়ুন-বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৫
