Friday, November 14, 2025

১৮ বছরের মেয়ে বানালেন পুনর্ব্যবহারযোগ্য পরিবেশ–বান্ধব স্যানিটারি ন্যাপকিন

Date:

পিরিয়ডের সময়ে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন অনেক সময় মহিলাদের শরীরের ক্ষতি করে। শুধু তাই নয় পরিবেশেরও ক্ষতি করে। এই ন্যাপকিন গুলি অনেক সময় অপচনশীল বর্জ্য হিসাবে পরিবেশে নানাবিধ দূষণ ছড়ায়। এই ন্যাপকিনকে পরিবেশ–বান্ধব এবং স্বাস্থ্যকর করে তোলার জন্য বহুদিন ধরেই পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু এই প্রচেষ্টা চালিয়ে সফল ১৮ বছরের ঈশানা।

কোয়েম্বাটোরের বাসিন্দা ঈশানা এমন একটি স্যানিটারি প্যাড তৈরি করেছেন যেটি শুধুমাত্র পরিবেশ–বান্ধব কিংবা স্বাস্থ্যকরই নয়। ঈশানার তৈরি স্যানিটারি প্যাড পুনর্ব্যবহারযোগ্য। অর্থাৎ ৬ টি স্যানিটারি ন্যাপকিনের একটি প্যাকেট কিনলে একটা গোটা বছর চালিয়ে দেওয়া যাবে। একটি বিশেষ ধরণের তুলোর তন্তু, পপলিনের কাপড় দিয়ে এই স্যানিটারি প্যাড তৈরি করেছেন ঈশানা।

তিনি এএনআই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‌সাধারণ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে গিয়ে আমার অনেক সমস্যা হয়েছে। বহু মহিলাদের ক্ষেত্রেই এমনটা ঘটে। তখনই আমার এই কাজটা করার কথা মাথায় আসে।’‌ ঈশানা আরও জানান, শুধু তিনিই নন, তাঁর অনেক বন্ধুরাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। বন্ধুদের মতামত নেওয়ার পরই তিনি ওইরকম একটি পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বন্ধুদের মধ্যে বিলি করেন। ওই ন্যাপকিন ব্যবহার করার পর প্রত্যেকেই তাঁর কাজের প্রশংসা করেন।

এরপর ঈশানা বলছেন, ‘‌সাধারণ স্যানিটারি ন্যাপকিনে কৃত্রিম তন্তু ব্যবহার করা হয়। যা শরীরের পক্ষে ক্ষতিকর। শুরুর দিকে আমি কারও সহযোগিতা পাইনি। তারপর প্রত্যেকেই আমার কাজের প্রশংসা করতে শুরু করেন।

আরও পড়ুন-বিশ্বের সবথেকে দামি হাতঘড়ি, বিক্রি হল ২২৬ কোটি টাকায়

 

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version