সকালেই ভারতীয় পেস ব্যাটারির মুখোমুখি বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ হারার পর এবার টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম বাংলাদেশের। ইন্দোরে প্রথম টেস্ট খেলতে নামছে বিরাট কোহলির দল। বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘরের মাঠে ভারত কার্যত অপ্রতিরোধ্য। বিগত ৬ বছরে টানা ৩২টি টেস্টের মধ্যে ২৬টিতে জিতেছে ভারত। ৫টি ড্র, হার মাত্র একটিতে। এছাড়া ঘরের মাঠে টানা ১১টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ড বিরোধীদের দখলে। এই মুহূর্তে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারত। ফলে ভারতই যা হট ফেভারিট তা বলার অপেক্ষা রাখে না। ইন্দোরে আজ মূলত ভারতের পেস ব্যাটারির ঝাঁজ মোকাবিলা করতে হবে মোমিনূলদের। ভারতীয় দল রয়েছে — রোহিত, মায়াঙ্ক, পূজারা, বিরাট, রাহানে, জাদেজা, ঋদ্ধিমান,অশ্বিন, ঈশান্ত, শামি, ঊমেশ।