Saturday, November 22, 2025

হেনস্থার অভিযোগে কাঠগড়ায় জয়প্রকাশ, ‘ভিত্তিহীন’ মত বিজেপি নেতার

Date:

এবার পরিবারের লোকদের বিরোধিতার মুখে বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে অমানবিক ব্যবহার ও হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর নিজের দাদা ও বৌদি। অভিযোগ, তাঁদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাই জয়প্রকাশ মজুমদার তাঁদের হেনস্থা করছেন বলে থানায় অভিযোগ জানিয়েছেন জ্যোতিপ্রকাশ মজুমদার। এ বিষয়ে বৃহস্পতিবার, বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জয়প্রকাশ মজুমদার। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তাঁকে অপদস্ত করতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

৬৯ বছরের জ্যোতিপ্রকাশ মজুমদার তাঁর স্ত্রী রত্নাকে নিয়ে দীর্ঘদিন ধরেই সল্টলেকের বাড়িতে থাকেন। কয়েক বছর হল সেখানে সপরিবারে থাকতে শুরু করেছেন জয়প্রকাশ মজুমদারও। অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার বলে দীর্ঘদিন ধরেই দাদা এবং দাদার পরিবারের সঙ্গে অমানবিক ব্যবহার করছেন জয়প্রকাশ। এবার জলের লাইন কেটে দেওয়ায় বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রকাশ মজুমদারের। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য না করলেও, ঘনিষ্ঠমহলে জয়প্রকাশ মজুমদার জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি নয়। পারিবারিক গোলমালের জেরেই তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন করিমপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশশিবিরের বক্তব্য তিনি ভোটে প্রার্থী বলেই এইসব কুৎসা হচ্ছে। জয়প্রকাশের জয় কার্যত নিশ্চিত। তিনি করিমপুরের বিজেপি প্রার্থী। তাই জলঘোলা হচ্ছে। জয়প্রকাশের খুড়তুতো দাদা রাজনীতিবিদ অমিতাভ মজুমদার নিজে বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও এবিষয়ে “নির্যাতিত” দাদার পাশে দাঁড়িয়েছেন।

Related articles

আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও(BLO)। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata...

হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না: মনিপুরে দাবি ভাগবতের

”হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না”- ফের বিতর্কিত মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের...

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮...
Exit mobile version