Monday, May 12, 2025

ডায়মন্ডহারবারে স্টেশন মাস্টার খুনে যেন হুবহু মনুয়া-কাণ্ডের ছায়া

Date:

এ যেন বারাসতের মনুয়া কাণ্ডের জেরক্স কপি। প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে স্বামীকে খুন। ডায়মণ্ডহারবারের রামনগরের স্টেশন মাস্টার নির্মল কুমার খুনে উঠে এল চাঞ্চল্যকর এই ঘটনা, যা তাজ্জব করেছে তদন্তকারীদেরও।

জানা গিয়েছে নির্মল কুমার এ মাসের শুরুতে যান বিহারে তাঁর বাড়িতে। স্ত্রী সোনালী ফেরার সময় জেদ ধরেন তাঁর সঙ্গে ফিরবেন। কর্মস্থলের এলাকার বাড়িতে থাকবেন তাঁর সঙ্গে। ট্রেনে যখন তাঁরা আসেন, সেই ট্রেনেই আসে সোনালীর প্রেমিক। বিয়ের আগে থেকেই তার সঙ্গে সোনালীর সম্পর্ক। বিয়ের পর প্রেমিক চলে যায় বিদেশে। মূলত পড়াশোনা আর চাকরির জন্য। ফের ফিরে আসার পর যোগাযোগ শুরু হয়। বিয়ে করার পরিকল্পনা হয়। বাধা কাটাতে স্বামীকে খুনের সিদ্ধান্ত নেয় সোনালী। তাদের ধারণা ছিল, মৃত্যুর পর নির্মলের চাকরি সে পাবে। সেইমতো রামনগরের বাড়িতে আসে স্বামী-স্ত্রী। রাতে বাইরের দরজা খুলে রাখে সোনালী। সেই পথ দিয়ে ঢোকে প্রেমিক। দু’জনে মিলে খুন করার পর মৃতদেহ কোনও রেল লাইনে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে বড় নালায় নির্মলের দেহ পড়ে যায়। এই ঘটনা à§§à§§ নভেম্বর রাতে। সেখান থেকে আর দেহ তোলার চেষ্টা হয়নি। পুলিশকে টানা দু’দিন ভুল বোঝানোর পর, শেষে জেরায় ভেঙে পড়ে সোনালী। প্রেমিক-সহ সোনালীকে গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলা হয়েছে।

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version