Sunday, November 2, 2025

ভাইফোঁটা নিয়েই মিউচুয়াল ডিভোর্স চেয়ে রত্নাকে হোয়াটসঅ্যাপ শোভনের

Date:

বান্ধবীকে বরাবরই বেশি সম্মান দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এবার তাঁর সম্মান বৃদ্ধি হওয়াতে স্ত্রীর কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠালেন কলকাতার প্রাক্তন মেয়র। ঘটনার সূত্রপাত, এবছর ভাইফোঁটায়। সেদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে ফোঁটা নেন তাঁর এক সময়ের প্রিয় কানন। সেখানে শোভনের পাশাপাশি তৃণমূল নেত্রীর থেকে ফোঁটা নেন বৈশাখীও। সূত্রের খবর, সেখান থেকে বেরিয়েই রত্না চট্টোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান শোভন। সেখানে লেখা ছিল, “সত্যের জয় হলো, আজ বৈশাখীর সম্মানের জন্য লড়ে জিতলাম তো? মিউচুয়াল ডিভোর্স দাও।” এবার কি তাহলে দীর্ঘদিনের বান্ধবীকে স্বীকৃতি দিতে চাইছেন কলকাতার প্রাক্তন মেয়র? এখন এই প্রশ্নই বিভিন্ন মহলে।

সূত্রের খবর, মেসেজ পাওয়ার পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান রত্না চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে শোভন চট্টোপাধ্যায় পাঠানো বার্তা তৃণমূল নেত্রীকে দেখান তিনি। তবে, মেসেজের বিষয়ে কিছু জানেন না বলে সাফাই দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে প্রশ্ন উঠছে তাঁর মোবাইল থেকে রত্নাকে বার্তা পাঠালো কে? বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই তাঁর নম্বর ব্লক করে রেখেছেন তাঁর বন্ধু। তাহলে বার্তা দেওয়া-নেওয়া হল কী করে? এক ধাপ এগিয়ে শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ, মোবাইল হ্যাক করে তাঁর নম্বর ব্যবহার করে রত্না নিজেই এসব মেসেজ পাঠিয়েছেন। যদিও রত্না চট্টোপাধ্যায় এখনও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি। তবে প্রশ্ন উঠছে যদি শোভন-পত্নী এই মেসেজ পাঠিয়ে থাকেন, তাহলে কেন নিজেই ডিভোর্সের কথা সেখানে লিখবেন? তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব কমে যাওয়াটা ভালো চোখে দেখছেন না রত্না? তবে, কারণ যাইহোক, শোভন-রত্ন-বৈশাখীর ত্রিকোণ গল্পে নতুন মাত্রা দিল এই হোয়াটসঅ্যাপ মেসেজ।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version