বারুইপুর- কামালগাজি বাইপাস এখনই সারান, পুরমন্ত্রীকে অনুরোধের চিঠি মিমির

বারুইপুর- কামালগাজি বাইপাসের হাল নিয়ে রাজ্যপাল অভিযোগ জানিয়েছিলেন। এবার সে নিয়ে পুরমন্ত্রীকে অভিযোগ জানালেন সাংসদ মিমি চক্রবর্তী। চিঠি লিখে অবিলম্বে বারুইপুর-কামালগাজির রাস্তা মেরামতের অনুরোধ করলেন। তাঁর বক্তব্য, রাস্তার অবস্থা ভয়ঙ্কর। রোজ দুর্ঘটনা ঘটছে। আবার গড়িয়া-বারুইপুর নেতাজি রোড এতটাই সঙ্কীর্ণ যে মানুষ চরম অসুবিধার মধ্যে রয়েছেন। সাদার্ন বাইপাস কার্যত এখন পুকুর। বিশাল বিশাল গর্ত। রোজ বাইক আরোহীরা দুর্ঘটনায় পড়ছেন। বছর দুই আগে রাস্তায় পিচ পড়ে। কিন্তু দু’বছরেই তা শেষ। মিমি সাংসদ হওয়ার পর তাঁর কাছে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। এবার ব্ল্যাকটপ রাস্তা এখনই বানিয়ে দিতে অনুরোধ করেছেন। দেখার বিষয় কত দ্রুত পদক্ষেপ করেন পুরমন্ত্রী।

আরও পড়ুন-পুরুষ মশার নাসবন্দির মাধ্যমেই কমতে পারে ডেঙ্গি! বলছে ‘হু’