Friday, December 12, 2025

‘পিতৃহীন’ ওয়ার্ড, ডেঙ্গি আতঙ্ক, শোভনীয় নিদ্রা ভাঙাতে পোস্টারের তোড়জোড়

Date:

Share post:

তিনি উৎ সবে আছেন, পুজোয় আছেন, ফিল্ম ফেস্টিভ্যালে আছেন, আছেন ভাই ফোঁটাতেও। কিন্তু তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেখানে চিহ্নটি পর্যন্ত নেই। এলাকার মানুষ তো তাঁর নাম উঠলেই গাইছেন সেই জনপ্রিয় গানটি, ‘তোমার দেখা নাই রে তোমার দেখা.. ‘

কলকাতার পুর কর্তারা প্রকাশ্যে বলছেন না। জনপ্রতিনিধিরাও মিডিয়ার সামনে মুখ খুলছেন না। কিন্তু অফ দ্য রেকর্ড গল্প করার ঢঙে তাঁরা তাঁদের প্রাক্তন মেয়রের নিজের ওয়ার্ডের প্রতি বিমাতৃসুলভ আচরণ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। বলছেন, তুমি উৎসবে-ব্যসনে রয়েছ, আর যে ওয়ার্ড তোমায় শোভন চট্টোপাধ্যায় বানাল তাকে কেন এমন উপেক্ষা। যে এলাকা কলকাতার ডেঙ্গি উপদ্রুত এলাকার অন্যতম হিসাবে চিহ্নিত! আপনি যদি নাই-ই থাকবেন, তবে পদটাই বা ধরে রেখে মানুষের যন্ত্রণা বাড়াচ্ছেন কেন?

এ তো গেল পুরসভার অন্দরের কথা। আর তাঁর ওয়ার্ডের মানুষ কী বলছেন? বাসিন্দারা ক্ষোভ ঢেকে রাখননি। বলছেন, কাউন্সিলর হয়ে কোনও কাজ করেননি। রাজনীতি থেকে সন্ন্যাস নিলে আলাদা কথা। রাজনীতি করার প্রবল ইচ্ছা। এ দল, সে দলে ঝোপ বুঝে কোপ মারছেন। আর ভোটে জিতে ওয়ার্ডের কাজ করতে এতো বীতস্পৃহা কেন? পরিবার বা দলের সঙ্গে যাই হোক, কাউন্সিলর পদ তো ছাড়েননি। তাহলে ডেঙ্গি নিয়ে মানুষের যখন রাতের ঘুম ছুটেছে তখন তিনি গোল পার্কের বিলাসবহুল ফ্ল্যাটে নিশ্চিন্তে ঘুমোন কীভাবে? আর কাব্যে উপেক্ষিতা নারীর মতো নিজের শেষটুকু দিয়ে ওয়ার্ড সামলানোর চেষ্টা করছেন রত্না চট্টোপাধ্যায়। উনি মেয়র, মেয়র পারিষদদের বলে ফাঁকা জমির জঞ্জাল, পুকুর পরিস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি কাজ না করলে যা হয় সেটাই হচ্ছে। আমি দলের নির্দেশে চেষ্টা করে যাচ্ছি।

শোভন যখন একদিকে মেয়র, অন্যদিকে চার দফতরের মন্ত্রী, জেলার দায়িত্বে, তখন থেকেই কার্যত উপেক্ষিত তাঁর ১৩১ নম্বর ওয়ার্ড। যাঁরা তাঁর হয়ে সামাল দিতেন, তাঁরাও আজ নিষ্ক্রিয়। দীর্ঘ উপেক্ষার ফল মিলেছে এবারে। ডেঙ্গি আতঙ্কে কাঁপন ধরেছে মানুষের। শুধু তাই নয়, নিত্য-নৈমিত্তিক প্রয়োজনে কাউন্সিলরের সইয়ের প্রয়োজন হয়, চিঠির প্রয়োজন হয়। ওয়ার্ডের বাসিন্দারা সে নিয়ে পড়েছেন আরও দুর্বিপাকে। অনোন্যপায় হয়ে তাঁরা পাশের ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের শরণাপন্ন হচ্ছেন। অভিজিৎবাবুও বলছেন, ১৩১-এর অবস্থা শোচনীয়। আমার ভয়, ওই ওয়ার্ড থেকে আমার ওয়ার্ডে ডেঙ্গি যে কোনও সময়ে ছড়িয়ে পড়তে পারে!

তাতেও শোভনীয় নিদ্রায় এতটুকু ব্যাঘাত ঘটেনি। বিরোধীরা তো পোস্টার লেখার তোড়জোড় করছেন। যে পোস্টারে লেখা থাকবে “বারান্দায় রদ্দুর/ আমি আরাম কেদারায় বসে দু’পা নাচাই রে/ গরম চায়ে চুমুক দি… তোমার দেখা নাই…”

spot_img

Related articles

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...