দু’দিন বাকি থাকতে ইন্দোর টেস্টে বিরাট জয় পেয়েছে ভারত। পিঙ্ক টেস্টের আগে এই জয় ভারতীয় ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল। ভারতের ব্যাটিং ও বোলিং লাইনআপ ভাঙাচোরা বাংলাদেশকে আরও নাস্তানাবুদ করেছে। স্বভাবতই ইডেনে গোলাপি টেস্টের আগে বাড়তি আত্মবিশ্বাসে ফুটছে কোহলি ব্রিগেড।
খুশি ভারত অধিনায়কও। যদিও ব্যক্তিগতভাবে সিরিজের প্রথম টেস্টে খালি হাতেই ফিরতে হয়েছে বিরাটকে, তবুও দলগত সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোহলি। তাই ম্যাচ শেষে মাঠে ঘুরে করতালি দিয়ে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিরাট।
সেই ছবি বিসিসিআই নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। যার ক্যাপশনে লেখা, ‘ধন্যবাদ ইন্দোর।’ মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Thank you, Indore 💐💐#INDvBAN pic.twitter.com/LBFx6S2Bal
— BCCI (@BCCI) November 16, 2019
