নিজেদের ইস্যুগুলি তুলতে ছাড়লেন না প্রধানমন্ত্রী, ২৭টি নয়া বিল আনছে কেন্দ্র

সোমবার ছিল রাজ্যসভার আড়াইশোতম অধিবেশন। তাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন ৩৭০ ও ৩৫এ ধারা রাজ্যসভাতেই পাশ হয়েছিল। প্রধানমন্ত্রীর আশা দেশের উন্নয়নে রাজ্যসভা আরও বড় ভূমিকা নেবে। শুধু ৩৭০ ধারা নয় তিনি তিন তালাক বিলের বিষয়ও সুকৌশলে উত্থাপন করেন। মনে করিয়ে দেন প্রাথমিকভাবে ভাবনা ছিল বিল এই সভায় পাস হবে না। কিন্তু পাস হয়েছে। মোদি জিএসটি বিলের কথাও তোলেন। অর্থাৎ বিজেপির রাজনৈতিক ইস্যু গুলিও রাজ্যসভায় দাঁড়িয়েও মানুষকে আর একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

এবারের শীতকালীন অধিবেশনে ২৭টি নতুন বিল পেশ করা হবে। এছাড়া ১২টি বকেয়া বিল পাস করানোর চেষ্টা হবে। ৭টি বিল প্রত্যাহার করে নিতে চায় সরকার। নতুনগুলির মধ্যে নাগরিকত্ব বিল নিয়ে আসা হচ্ছে সংস্কার করে। এছাড়া ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিল, ই-সিগারেট নিষিদ্ধ এবং দেশীয় কোম্পানিগুলোর আয়কর আইন সংশোধন সংক্রান্ত অর্ডিন্যান্স বিলে রূপান্তরিত করা হবে। যে বিলগুলি আগেই আনা হয়েছিল তার মধ্যে রয়েছে বাঁধ নিরাপত্তা বিল, ট্রান্সজেন্ডার অধিকার সম্পর্কিত বিল ও অসম কর্নাটকে তফসিলি উপজাতি তালিকা সংশোধন।

Previous articleএবার আগ্রাকে ‘অগ্রবান’ করতে চান আদিত্যনাথ ‌
Next articleঅশোক স্তম্ভ লাগানো গাড়িতে সাংসদ-পত্নী, বিতর্ক