Thursday, August 28, 2025

ডিসেম্বরের শুরুতেই ফের সভাপতি দিলীপ ঘোষ, দ্বন্দ্বের জেরে মন্ডল-সভাপতি এখন নয়

Date:

সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দ্বিতীয়বারের জন্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়ে যাবে৷

কারণ একটাই, জাতীয় স্তরে অমিত শাহের পরবর্তী সভাপতি হিসেবে জগতপ্রকাশ নাড্ডাকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পূর্ণ সময়ের সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিতে হবে৷ দলের অভ্যন্তরীণ গনতন্ত্র বজায় রাখতে ১৫ ডিসেম্বরের আগেই প্রতিটি রাজ্যে সভাপতি নির্বাচন করে তাঁদের সহমতের ভিত্তিতে জগৎপ্রকাশ নাড্ডাকে সর্বভারতীয় সভাপতি করতে চায় গেরুয়া শিবির। তাই সামনের মাসের প্রথম সপ্তাহেই দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষের বঙ্গ-বিজেপির সভাপতি হওয়া প্রায় নিশ্চিত।

রাজ্য সভাপতি নিশ্চিত হলেও বঙ্গ-বিজেপির ‘মন্ডল সভাপতি’ নির্বাচন করা নিয়ে এবার অনেকটাই ব্যাকফুটে বিজেপি নেতৃত্ব। এতটাই নাজেহাল যে এবার ‘মন্ডল সভাপতি’ নির্বাচন করাই যাচ্ছেনা।
লোকসভা নির্বাচনে সাফল্য পাওয়ার পর অন্যান্য দল থেকে বিজেপিতে প্রচুর নেতা-কর্মী যোগ দিয়েছে। এর জেরে দলে আদি বনাম নব বিরোধ শুরু হয়েছে প্রবলভাবেই। এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে মন্ডল সভাপতি নির্বাচনে। সেই দ্বন্দ্ব এখনও সামলাতে না পেরেই রাজ্যের ৪০০ টির বেশি মন্ডল সভাপতির নির্বাচন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি ৷

বিজেপি সূত্রের খবর, বিজেপির এরাজ্যে প্রায় ১২০০ টি মন্ডল রয়েছে। ইতিমধ্যেই ৮০০ র মত মন্ডল-সভাপতির নাম ঠিক হয়ে গিয়েছে। বাকি ৪০০ মন্ডল-সভাপতি ঠিক করতে ব্যর্থ হচ্ছে রাজ্য বিজেপি৷ দলে আদি-নব দ্বন্দ্ব প্রবল আকার নিয়েছে ৷ এই ৪০০ মন্ডল-সভাপতি ঠিক হবে জেলা ও রাজ্য সভাপতি নির্বাচন হওয়ার পরেই৷ কোন্দলের কথা মেনে নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “কয়েকটি জেলার মন্ডল-সভাপতি নির্বাচন নিয়ে কিছু সমস্যা রয়েছে। আশা করছি এই সমস্যা কাটিয়ে উঠতে পারব।”

আরও পড়ুন-এসপিজিবিহীন সোনিয়ার প্রবেশ সাধারণ গেট দিয়ে

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version