কাজের জন্যই এদেশে আসা বাংলদেশের অভিনেত্রী তথা উপস্থাপক মিথিলার। এখন এটাই না কি তাঁর স্থায়ী বাসস্থান হতে চলেছে। অন্তত এমনটাই রটেছে টলি পাড়ায়। কারণ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই পরিচালকের সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী।

তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। পার্টি হোক বা সিনেমার প্রদর্শনী- কলকাতায় থাকলে মিথিলার সঙ্গেই দেখা যাচ্ছে সৃজিতকে। আর এর মধ্যেই গুঞ্জন ফেব্রুয়ারিতেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলছেন এই সেলেব কাপল। এমনকী, মিথিলার পরিবারের সঙ্গে কথা বলতে সৃজিত বাংলাদেশ গিয়েছেন বলেও খবর। তবে, এই কোনও খবরেরই সত্যতাই স্বীকার করেননি সৃজিত-মিথিলা।
