শহরে তিন বছরের শিশুর মৃত্যু ডেঙ্গুতে

ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু। এবার মৃত্যু একটি শিশুর। লেকটাউনের অহর্ষি ধর। বেশ কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার তাকে ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি হয়। প্লেট লেট কমে যায়, পেটে জল জমে। সোমবার তার মৃত্যু হয়। বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষ জানিয়েছেন, অনেক চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারিনি। সবথেকে হৃদয়বিদারক ঘটনা হয় যখন শিশুর পরিবার দেহদানের আর্জি জানিয়ে জানায়। মৃতের পরিবার শিশুর চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে মহানগরীতে সরকারি মতে ডেঙ্গিতে মৃত্যু হল ২৩ জনের। যদিও বেসরকারি মতে তা ছাড়িয়ে গিয়েছে প্রায় ৪৪।

কলকাতা ও লাগোয়া এলাকায় ডেঙ্গি পরিস্থিতি মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছে৷ সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। সঙ্কট মোকাবিলায় ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছেন পুরসভার শীর্ষস্থানীয় কর্তারা। স্বাস্থ্যভবনেও বৈঠক হয়েছে। বৈঠকে দেওয়া তথ্য অনুযায়ী, গত দেড় মাসে বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১ হাজার ৷ রাজ্যের ২৩ হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত ৷ সরকারি হিসেবে ডেঙ্গিতে মৃত ২৩ ৷

Previous articleজেলা সফরে যেতে কারও অনুমতির প্রয়োজন নেই, স্পষ্ট অবস্থান ধনকড়ের
Next articleমুখ্যমন্ত্রীর সফর ঘিরে মালদহ জুড়ে কড়া নিরাপত্তা