Friday, November 14, 2025

বেসরকারিকরণ: ডিসেম্বরে আন্দোলন, জানুয়ারিতে ধর্মঘট বামেদের

Date:

রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কেন্দ্রের লাগামছাড়া বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামবে বামেরা। এজন্য আগামী ডিসেম্বর মাস ধরে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিএম। দলের দুদিনের পলিটব্যুরো বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব রাজ্যের পার্টি ইউনিট দেশে আর্থিক মন্দার পরিস্থিতি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণের বিরুদ্ধে সারা মাস প্রচার চালাবে। আন্দোলন-বিক্ষোভের পাশাপাশি সেমিনার, কনভেনশন করেও শ্রমিক-কর্মচারীদের বেসরকারিকরণের বিপদ সম্পর্কে সচেতন করা হবে। ডিসেম্বরে এই কর্মসূচির পর জানুয়ারির আট তারিখে হবে সাধারণ ধর্মঘট। তাতে অংশ নেবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে সিপিএমের বক্তব্য, দেশ কার্যত মন্দা পরিস্থিতির মধ্যে প্রবেশ করলেও কেন্দ্রীয় সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করে চলেছে। একদিকে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই, কর্মসংস্থানের বেহাল দশা, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। সরকারের বন্ধু কর্পোরেটদের বিভিন্ন সুযোগসুবিধা দিতে গিয়ে সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর চাপ বাড়ানো হচ্ছে। দেশে বেকারির হার গত অর্ধ শতকের মধ্যে এখন সর্বোচ্চ। জিডিপির হার কমে ৫ শতাংশের নীচে। তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংকোচন ও কর্মী ছাঁটাই অব্যাহত। অথচ দেশের বেহাল আর্থিক অবস্থার মধ্যেও কর্পোরেটদের জন্য দুই কিস্তিতে ২.১৫ লক্ষ কোটি টাকা কর ছাড় ও অন্য ঢালাও আর্থিক সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার। এসবের প্রতিবাদেই আন্দোলনে নামার ডাক দিচ্ছে বামপন্থীরা।

Related articles

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...
Exit mobile version