Thursday, November 13, 2025

বেসরকারিকরণ: ডিসেম্বরে আন্দোলন, জানুয়ারিতে ধর্মঘট বামেদের

Date:

রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কেন্দ্রের লাগামছাড়া বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামবে বামেরা। এজন্য আগামী ডিসেম্বর মাস ধরে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিএম। দলের দুদিনের পলিটব্যুরো বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব রাজ্যের পার্টি ইউনিট দেশে আর্থিক মন্দার পরিস্থিতি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণের বিরুদ্ধে সারা মাস প্রচার চালাবে। আন্দোলন-বিক্ষোভের পাশাপাশি সেমিনার, কনভেনশন করেও শ্রমিক-কর্মচারীদের বেসরকারিকরণের বিপদ সম্পর্কে সচেতন করা হবে। ডিসেম্বরে এই কর্মসূচির পর জানুয়ারির আট তারিখে হবে সাধারণ ধর্মঘট। তাতে অংশ নেবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে সিপিএমের বক্তব্য, দেশ কার্যত মন্দা পরিস্থিতির মধ্যে প্রবেশ করলেও কেন্দ্রীয় সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করে চলেছে। একদিকে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই, কর্মসংস্থানের বেহাল দশা, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। সরকারের বন্ধু কর্পোরেটদের বিভিন্ন সুযোগসুবিধা দিতে গিয়ে সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর চাপ বাড়ানো হচ্ছে। দেশে বেকারির হার গত অর্ধ শতকের মধ্যে এখন সর্বোচ্চ। জিডিপির হার কমে ৫ শতাংশের নীচে। তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংকোচন ও কর্মী ছাঁটাই অব্যাহত। অথচ দেশের বেহাল আর্থিক অবস্থার মধ্যেও কর্পোরেটদের জন্য দুই কিস্তিতে ২.১৫ লক্ষ কোটি টাকা কর ছাড় ও অন্য ঢালাও আর্থিক সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার। এসবের প্রতিবাদেই আন্দোলনে নামার ডাক দিচ্ছে বামপন্থীরা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version