ফিল্ম ফেস্টিভালকে রাজনৈতিক সফরের তকমা! শতাব্দীকে ‘না’ কেন্দ্রের

আমন্ত্রণ এসেছিল একটি আন্তর্জাতিক ফিল্ম উৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার। সেই সফরকেই ‘রাজনৈতিক দ্বিপাক্ষিক বৈঠক’ বলে করে দিল কেন্দ্রীয় সরকার।

ঘটনাটি ঘটেছে সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়ের সঙ্গে। ঘটনায় যারপরনাই বিস্মিত তিনি। ফিল্ম বোর্ড অফ চায়নার উদ্যোগে চিনের ফুজিয়ান প্রদেশে সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংসদকে। চিনের ভিসা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় তাঁকে চিনে যাওয়ার রাজনৈতিক ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। বিদেশমন্ত্রক সাংসদকে যে চিঠিটি পাঠিয়ে সফরের অনুমতি না দেওয়ার কথা বলেছে, সেখানে লেখা হয়েছে ‘দ্বিপাক্ষিক বৈঠক করতে চিনে যাওয়ার আবেদন করেছিলেন। আপনার সেই আবেদন নাকচ করা হলো। চিঠি হাতে পেয়ে অবাক শতাব্দীর প্রশ্ন, আমি কেন যাচ্ছি, কাদের আমন্ত্রণে যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তা সবই চিঠিতে লেখা ছিল, বিদেশ মন্ত্রকের কাছে পাঠিয়েছিলাম। এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্পর্ক কিভাবে এলো? নেহাতই একটি চলচ্চিত্র উৎসব, সেখানে যেতে অনুমতি না দেওয়ার কারণ ঠিক বুঝতে পারলাম না। লক্ষ্যনীয় বিষয় হল, মমল্লপুরমে চিনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল ১৪ই অক্টোবর। তার দুদিন পরেই শতাব্দীর চিন যাওয়ার অনুমতি বাতিল করা হয়।