মৃত্যু হল গুলিবিদ্ধ বাইক চালকের

কাঁকিনাড়ার কুতবপুরে ছিনতাইবাজদের হাত থেকে বাইক বাঁচতে গিয়ে গুলিবিদ্ধ চালকের মৃত্যু হল হাসপাতালে। রবিবার, রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা বিভূতি ঘোষ নামে ওই ব্যক্তির মোবাইল ফোন, টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপরে নতুন কেনা বাইক ছিনিয়ে নিতে গেলে বাধা দেন বিভূতি। তখনই তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় ছিনতাইবাজরা। একটি লাগে তাঁর পেটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার, গভীর রাতে মৃত্যু হয় বিভূতির। ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন-শিশু বদল! তোলপাড় মেডিক্যালে কমিটি, প্রয়োজনে ডিএনএ টেস্ট