Saturday, May 17, 2025

লাঞ্চ কোথায়? এ কথা বলার সুযোগ পাবেন কী? জানেন কি পিঙ্ক টেস্টে থাকছে না চিরাচরিত সেই লাঞ্চ বিরতির ঘোষণা! ঠিকই ধরেছেন পিঙ্ক টেস্টে লাঞ্চের পরিবর্তে আম্পায়ার ঘোষণা করবেন ‘ইটস টাইম ফর ডিনার’। তাহলে আসুন জেনে নিন পিঙ্ক টেস্টের ইতিহাস আর পরিবর্তন।

২০১২ সালে দিন-রাতের টেস্টের অনুমতি দেয় আইসিসি। কিন্তু এই খেলার নিয়ম বানানো এবং তা বাস্তবায়িত করতে তিন বছর লেগে যায় আইসিসির। ফলে প্রথম টেস্ট খেলা হয় ২০১৫ সালে। খেলাটি হয়েছিল অ্যাডিলেডে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড-এর মধ্যে। টেস্টে অস্ট্রেলিয়া তিন উইকেটে ম্যাচ জিতেছিল। এখনও পর্যন্ত দিনরাতের টেস্ট খেলা হয়েছে ১৪টি।

খেলার বলের রঙ সাধারণ টেস্টের থেকে আলাদা হলেও বাকি সব নিয়ম প্রায় একই থাকছে পিঙ্ক টেস্টে। তবে একটি জায়গায় বড় পরিবর্তন হয়েছে পিঙ্ক টেস্টে। সাধারনত টেস্টে লাঞ্চ ও চা এর বিরতি হয়। লাঞ্চ বিরতি ৪০মিনিটের ও চাপানের বিরতি ২০মিনিটের হয়। কিন্তু দিন-রাতের টেস্ট এর ক্ষেত্রে লাঞ্চের বিরতি থাকে না। খেলা শুরু হওয়ার পর প্রথম বিরতি হয় চা পানেত। সেটা হয় ২০ মিনিটের। তারপরে ডিনার বিরতি, সেটা ৪০মিনিটের। আইসিসির নিয়ম অনুযায়ী দিনরাতের টেস্ট খেলা হবে কিনা তা নির্ভর করছে দুটি দেশের উপর। অর্থাৎ যে দেশে খেলা হচ্ছে এবং সেই দেশে যে দল সফর করছে, সেই দু’দল রাজি থাকলেই দিন-রাতের টেস্ট হতে পারবে। শুক্রবার-এর খেলার আগে পর্যন্ত ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই চারটি দেশে কোনও রাতের টেস্ট খেলেনি। চলতি বছরের জানুয়ারিতেই অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা দিন-রাতের টেস্ট খেলেছে। সবচেয়ে বেশি দিন-রাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তাদের ঝুলিতে রয়েছে পাঁচটি খেলার অভিজ্ঞতা।

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version