Thursday, November 13, 2025

জীবন বড়ই অদ্ভুত

মহিলার নাম মিস অ্যাঞ্জেলা,
বাড়ি – ফ্রান্সে।
পেশায় – ফটোগ্রাফার
জন্মসূত্রে বাঙালি❓
জন্মস্থান  J N RAY HOSPITAL

আজ থেকে 42 বছর আগে ঠিক এই দিনে, এই হসপিটালে জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলা। হাসপাতালে রেকর্ড অনুযায়ী মায়ের নাম পাওয়া গেলেও, পিতৃ পরিচয় ছিল না, ঠিকানা ছিল এক মিশনারি অনাথ আশ্রমের।

হসপিটাল তার পুনরুজ্জীবন এবং সংস্কারের সাথে সাথে যখন ফেসবুকে হসপিটালের পেজ খোলে, তখন থেকেই এই মহিলা হসপিটালের সঙ্গে যোগাযোগ শুরু করেন। প্রথম প্রথম হসপিটাল কর্তৃপক্ষ ভাবতে থাকেন, অন্য আরও অনেক ফেক প্রোফাইলের মত এটাও কোন ফেক প্রোফাইল।

কিন্তু পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারেন অ্যাঞ্জেলা ঠিকই বলছেন, যে তিনি এই হাসপাতালে জন্মেছিলেন, তারপর সেই মিশনারি আশ্রম থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় সুদূর ফ্রান্সে।

ফরাসি বাবা-মার আদর-যত্নে, স্নেহ-মমতায় বড় হতে থাকলেও ভারত বর্ষ, বাংলা, কলকাতা তার মনে এবং মাথায় গেঁথে গিয়েছিল। শুধু পাচ্ছিল না কোন সূত্র। ফেসবুকে এই হসপিটালকে দেখামাত্র, তাই তার বাবা-মাকে খোঁজার অভিযান শুরু হয়ে যায়।
তারপরটা তো লম্বা ইতিহাস, ক্রমাগত যোগাযোগ চলতে থাকে, ফেসবুকের পাতা পেরিয়ে যোগাযোগ সরাসরি ফোনের মধ্যে।
সেখান থেকে খুঁজতে খুঁজতে আজ নিজের 42 তম জন্মদিনে সোজা হাসপাতালে।

জানিনা 42 বছর আগে ছেড়ে যাওয়া বাবা-মাকে অ্যাঞ্জেলা আবার খুঁজে পাবে কি পাবে না, কিন্তু ভারতবর্ষে এঞ্জেলার অনেক নতুন বন্ধু, ভাই বোন সে নিশ্চয়ই আজকে পেল, সুদূর ফ্রান্সের সঙ্গে এই অনামি ছোট হাসপাতালটার ও একটা নাড়ীর যোগাযোগ আজকে বোধহয় নতুন করে স্থাপন হলো।

সেদিন ওই দুধের শিশুর ইচ্ছা-অনিচ্ছাকে মূল্য না দিয়ে, ফেলে দেওয়া এঞ্জেলার সাথে ওর বাবা-মাকে আমরাও খুঁজছি, আপনারাও খুঁজুন খবরটা share করে।

#HAPPY_BIRTHDAY_ANGELA

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version