পিঙ্ক-টেস্টে বিরাট- মুমিনুলদের বিশেষ উপহার দেবে CAB

0
3

ইডেনে পিঙ্ক-টেস্টে বিরাট ও মুমিনুল-ব্রিগেডের জন্য থাকছে উপহারের ডালি। অন্যান্য উপহার তো থাকছেই, সঙ্গে দেওয়া হবে 100 গ্রাম ওজনের রূপোর মুদ্রা। বিশেষভাবে এই স্মারক- মুদ্রা CAB তৈরি করিয়েছে। আগামীকাল, শুক্রবার, পিঙ্ক-টেস্ট শুরুর আগে এই বিশেষ মুদ্রা ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে। ম্যাচ দেখতে আসা আমন্ত্রিতদেরও এই উপহার দেওয়া হবে।