গভীর রাতে পার্ক স্ট্রিটের বস্ত্র বিপণিতে আগুন

ফের গভীর রাতে কলকাতা শহরে অগ্নিকান্ড। এবার আগুন লাগলো পার্ক স্ট্রিটের একটি বস্ত্র বিপণিতে। বুধবার রাত ১টা নাগাদ আগুন লাগে ৪৮, নম্বর পার্ক স্ট্রিটের ওই বস্ত্র বিপণিতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৭টি ইঞ্জিনের প্রচেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গভীর রাতেআবাসনের নিচে ওই বস্ত্র বিপণিতে আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, এসি মেশিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেস চলতে থাকে। দমকল সূত্রে খবর, ওই দোকানের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা কাজই করেনি।