Sunday, August 24, 2025

রাজ্যে বাল্যবিবাহ রোধে বেনজির পদক্ষেপ অসম সরকারের ৷ বিয়ে করলেই নববধূকে সোনা উপহার দেবে অসম সরকার। নববধূকে ১০ গ্রাম সোনা দেওয়া হবে উপহার হিসেবে।

এমনই এক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘অরুন্ধতী স্বর্ণ প্রকল্প’। প্রকল্পের আওতায় পড়বে প্রাপ্ত বয়স্ক মেয়েরা। প্রকল্পটি সবার জন্য নয়। এর জন্য রয়েছে কিছু শর্ত৷

প্রকল্পের শর্ত হিসেবে বলা হয়েছে, মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ছেলের বয়স ২১ বছর। রেজিস্ট্রি বিয়ে বাধ্যতামূলক৷ বিয়ের রেজিস্ট্রি করা না হলে বিয়েরও কোনও আইনি মান্যতা থাকবে না, নববধূও এই উপহার পাবেন না। অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের সুবিধা নিতে হলে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, কনের পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষের কম হতে হবে। প্রথমবারের বিয়ের ক্ষেত্রেই কেবল এই উপহার পাওয়া যাবে।

২০২০ সালের জানুয়ারি মাস থেকে ‘অরুন্ধতী স্বর্ণ প্রকল্প’-টি শুরু হবে। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই প্রকল্পের ফলে সরকারের প্রায় ৮০০ কোটি টাকা খরচ হবে। তিনি জানিয়েছেন, অসমে প্রতি বছর প্রায় লাখ তিনেক বিয়ে হয়, যার মধ্যে মাত্র ৫০-৬০ হাজার বিয়ের নথিভুক্তি হয়। অসমে বাল্যবিবাহ রোধ করার জন্যই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে, সাফ জানাল সুপ্রিম কোর্ট

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version