ভুল তথ্য দিয়ে তেলেঙ্গানার বিধায়ক ভারতের নাগরিকত্বই হারালেন

নাগরিকত্ব কেড়ে নেওয়া হল তেলেঙ্গানার বিধায়কের। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ১৩ পাতার রিপোর্টে বলা হয়, রমেশ চেন্নামানেনি আর ভারতীয় নাগরিক নন। অভিযোগ, অতীতে ভারত সরকারকে নাগরিকত্ব বিষয়ে ভুয়ো তথ্য দিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানায় রমেশ চেন্নামানেনির ভারতের নাগরিকত্ব থাকাটা যথাযথ হবে না। কেন্দ্রের অভিযোগ রমেশ জার্মান নাগরিক। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগের বছরে বিদেশ সফর করেছিলেন তিনি। অথচ আবেদনপত্রে বিষয়টি সম্পূর্ণ গোপন করেছিলেন।

দু’বছর আগেই রমেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট বিষয়টি কেন্দ্রকে যাচাই করতে দেয়। বুধবার কেন্দ্র সেই রিপোর্ট দেয়। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন করার এক বছর আগে তিনি ভারতে ছিলেন না। অথচ এ ব্যাপারে তিনি ভুল তথ্য দিয়েছেন। নাগরিকত্ব আইন অনুযায়ী কোনও অভারতীয় যদি নাগরিকত্ব পেতে চান তাহলে তাঁকে ১২বছর ভারতবর্ষে থাকতে হবে। এরমধ্যে মোট à§§à§§ বছর এই দেশেই থাকতে হবে, আর আবেদন করার আগে অন্তত ১২মাস দেশ ছাড়া চলবে না। রমেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি আবেদনপত্র জমা দেওয়ার আগে বারো মাস দেশে ছিলেন না। আর এই তথ্য গোপন করেছিলেন।

আরও পড়ুন-ডেঙ্গু দমনে শ্রীরামপুরে উড়ল ড্রোন, বিক্ষোভ বিজেপির