টোপ দিয়ে ২ বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে ধরল পুলিশ

ব্যবসার টোপ দিয়ে দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল রিজেন্টপার্ক থানার পুলিশ। তাঁদের থেকে অস্ত্র কিনতে চেয়ে কলকাতায় আসতে বলা হয়। সেই অস্ত্র দিতে এসেই পুলিশের জালে ধরা পড়ল দুই অস্ত্র ব্যবসায়ী। তাঁদের কাছে উদ্ধার হযেছে আগ্নেয়াস্ত্র।

পুলিশের কাছে খবর ছিল, নরেন্দ্রপুর ও বিষ্ণুপুর এলাকায় চলছিল অস্ত্র কারবার। এদের সঙ্গে যোগাযোগ রয়েছে অস্ত্র কারবারীদের। এর আগে বেশ কয়েকজনকে পাকড়াও করে অভিযুক্তদের নাম জানতে পারে। তখনই ফাঁদ পাতে কলকাতা পুলিশ। অস্ত্র কারবারীদের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। সেই ফাঁদে পা দিয়ে পুলিশের জালে ধরা পড়লে বাপি বাগ ওরফে কালু। পুলিশ সূত্রের খবর, ধৃত বাপি নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের প্রদীপ কুলেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় অস্ত্র ব্যবসা চক্রের খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন-ইছামতীতে নিখোঁজ বাবা, প্রাণে বাঁচল ছেলে